উড়ন্ত কার জ্যাম থেকে রক্ষা করবে
উড়ন্ত কার: জ্যাম থেকে মুক্তির গল্প
ঢাকার যানজট এক অদ্ভুত জিনিস। সকাল-বিকেল অফিস টাইমে রাস্তায় নামা মানেই কয়েক ঘণ্টা ধৈর্যের পরীক্ষা! কিন্তু ২০৪৫ সালের ঢাকা? সেটা একদমই আলাদা।
তাহসান ব্যস্ত আইটি ইঞ্জিনিয়ার। অফিসের মিটিং ধরতে হবে, কিন্তু বনানী থেকে মতিঝিল যেতে হলে কমপক্ষে দেড় ঘণ্টা লাগবে। রাস্তায় নামতেই দেখে—সব কিছু থমকে আছে। গাড়ির লম্বা সারি, হর্নের বিকট শব্দ, মানুষজনের বিরক্তি।
তাহসান একটা বোতাম টিপল। মুহূর্তেই তার গাড়ির চাকা ভেতরে ঢুকে গেল, নিচের অংশ থেকে শক্তিশালী টার্বো ইঞ্জিন বেরিয়ে এলো। গাড়ি ধীরে ধীরে ওপরে উঠে গেল—একদম উড়তে শুরু করল!
ঢাকার ওপর দিয়ে উড়ে চললো তাহসানের উড়ন্ত কার, নিচে হাজারো গাড়ি তখনও জ্যামে স্থবির। সে অনায়াসে মতিঝিল পৌঁছে গেল মাত্র দশ মিনিটে।
তবে এটা শুধু তাহসানের গল্প না। পুরো ঢাকাতেই এখন চলছে উড়ন্ত গাড়ির যুগ। নীচের রাস্তা শুধুই পায়ে হাঁটার জন্য আর বিশেষ বাহনের জন্য রেখে দেওয়া হয়েছে।
তাহসান হাসল। একসময় এ শহরে জ্যাম ছিল মানুষের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এখন সেটা ইতিহাস!
"ভবিষ্যৎ এখন আকাশে!"
No comments:
Post a Comment