আল্লাহু নাম যতই জপি ...
"আল্লাহু নাম যতই জপি..."
(একটি হৃদয়ছোঁয়া ইসলামী গল্প)
রিয়াদ ছোটবেলা থেকেই নামাজ-রোজা মেনে চলার চেষ্টা করত। তার দাদু সবসময় বলতেন, "আল্লাহর নাম জপলে মন শান্তি পায়, সব বিপদ কেটে যায়।" ছোট রিয়াদ তখন বিষয়টি পুরোপুরি না বুঝলেও দাদুর সাথে বসে জপত, "আল্লাহু, আল্লাহু..."
কয়েক বছর পর, রিয়াদের দাদু ইন্তেকাল করলেন। এই শোক সামলে উঠতে পারেনি সে। নামাজেও মন বসাতে পারছিল না। একদিন ক্লাস থেকে ফেরার পথে তার সাইকেল দুর্ঘটনার শিকার হলো। রাস্তায় পড়ে থাকতে থাকতে হঠাৎ দাদুর কথা মনে পড়ল—"আল্লাহর নাম জপলে সব বিপদ দূর হয়।" ব্যথা ভুলে সে আস্তে আস্তে বলতে লাগল, "আল্লাহু, আল্লাহু..."
অবিশ্বাস্যভাবে, কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক এসে তাকে তুলে নিলেন, পানি খাওয়ালেন, সাহায্য করলেন হাসপাতালে নিয়ে যেতে। চিকিৎসা শেষে রিয়াদ বুঝতে পারল, দাদুর শেখানো কথাগুলো শুধু মুখে বলার জন্য নয়, বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমেও তা সত্যি হয়ে যায়।
এরপর থেকে রিয়াদ জীবনের সব ভালো-মন্দ পরিস্থিতিতে একটাই কথা বলে—"আল্লাহু নাম যতই জপি, ততই আমার মন জুড়ায়।"
—শেষ—
এই গল্পটি কেমন লাগল? 😊
No comments:
Post a Comment